G2P পদ্ধতিতে সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন পদ্ধতি

Published on Slideshow
Static slideshow
Download PDF version
Download PDF version
Embed video
Share video
Ask about this video

Scene 1 (0s)

G2P পদ্ধতিতে সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন পদ্ধতি.

Scene 2 (7s)

2. An Integrated G2P Payment System (Phase 2) Line Ministry (Program) MIS Ministry of Finance IBAS++ Payment Instruction SPBMIJ Payment Request Bangladesh Bank Financial Institutions Bank Post Office MFS Account & NID Confirmation Beneficiaries Instruction Payment Mapper Account & NID Validation Election Commission NID Verification NID Database.

Scene 3 (16s)

এক নজরে জিটুপি পদ্ধতিতে পেমেন্ট সিস্টেম. ২. ধাপ প্রক্রিয়া বাস্তবায়নকারী ডাটা ডিজিটাইজেশন উপকারভোগীর তথ্য এন্ট্রি/অনলাইন আবেদন, এনআইডি সার্ভারের মাধ্যমে যাচাই ও ফিজিকাল ভেরিফিকশনের মাধ্যমে সিস্টেমে অন্তর্ভুক্তকরণ উপজেলা/শহর সমাজসেবা অফিস পেমেন্ট লিস্ট বা পে রোল প্রস্তুতকরণ ও অনুমোদন ক) পেরোল বা পেমেন্ট লিস্ট প্রস্তুতকরণ এবং প্রেরণ খ) প্রেরিত পেরোল যাচাই বাছাই এর পর সদর কার্যালয় হতে অনুমোদনের মাধ্যমে SPBMU (অর্থ বিভাগ) এ প্রেরণ ; গ) সদর কার্যালয় হতে যাচাইবাছাইয়ের পর রিজেক্টকৃত পেরোল অফিসারের আইডিতে পেরোল অংশে রিমার্কসসহ এর দৃশ্যমান হবে। ক) উপজেলা/শহর সমাজসেবা অফিসার খ) সদর কার্যালয়, সমাজসেবা অধিদফতর SPBMU হতে পেরোল ভ্যালিডেশন প্রাপ্ত পেরোলের বিইএফটিএনের নীতিমালা অনুযায়ী এনআইডি/পেমেন্ট/বেনিফিসিয়ারি যাচাইবাছাই SPBMU.

Scene 4 (43s)

এক নজরে জিটুপি পেমেন্ট সিস্টেম. ৩. ধাপ প্রক্রিয়া বাস্তবায়নকারী পেমেন্ট প্রসেসিং SPBMU হতে প্রাপ্ত যাচাইবাছাইকৃত পেরোলের বিপরীতে অধিদফতরের ডিডিও কর্তৃক আইবাস++ এ বিল দাখিল ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তক অনুমোদনের পর ইএফটি প্রেরণের জন্য বাংলাদেশ ব্যাংকে প্রেরণ আই বাস++ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক হতে ইএফটি নগদ/বিকাশ/এজেন্ট ব্যাংকিং এর পেমেন্ট গেটওয়ের মাধ্যমে উপকারভোগীর মোবাইল হিসাবে প্রেরণ (এতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগে) বিইএফটিএন নেটওয়ার্ক বাংলাদেশ ব্যাংক ও নগদ/বিকাশ/এজেন্ট ব্যাংকিং পেরোল রিকন্সিলিয়েশন ক) বাংলাদেশ ব্যাংকে প্রাপ্ত ইএফটি লিস্টে একাউণ্ট খোলা নেই/নিস্ক্রিয় একাউণ্টধারী এমন আইডিগুলো বিইএফটিএন হতে আইবাস++ এবং SPBMU এর মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের এমআইএসে সংশোধনের জন্য প্রেরণ যা ফিল্ড অফিসের ‘ পেরোল রিকন্সিলিয়েশনে ’ দৃশ্যমান হবে; খ) সংশোধন হয়ে আসার পর সাপ্লিমেণ্টারি পেরোলের মাধ্যমে পুনরায় ইএফটির জন্য প্রেরণ। বিইএফটিএন নেটওয়ার্ক বাংলাদেশ ব্যাংক সমাজসেবা অধিদফতর উপজেলা সমাজসেবা অফিস.

Scene 5 (1m 15s)

পেরোল ব্যবস্থাপনা. ৪. উপজেলা পর্যায়ে পেরোল কিভাবে প্রস্তুত ও প্রেরণ করা হয় পেরোল প্রস্তুতকরণ অপশন > পেরোল তালিকা প্রস্তুত করুন> ইউনিয়নওয়ারী উপকারভোগী সেট করুন> টিকমার্ক চিহ্ন দিন> পেরোল তালিকায় সংরক্ষণ করুন** > প্রিভিউ ও প্রেরণ করুন খ) আপনার উপজেলা হতে প্রেরিত পেরোল অফিসারের আইডি হতে ‘পেরোল লিস্টে ’ দেখতে পাবেন। পেরোল প্রদানের জন্য এমআইএস আইডি অবশ্যই যাচাইকৃত হতে হবে। পেরোল তালিকায় সংরক্ষণ করা হলে প্রিভিউ ও প্রেরণ তালিকায় ঐ ইউনিয়নের পূর্বে সংরক্ষিত ভাতাভোগীর তথ্যসহ দেখা যাবে।.

Scene 6 (1m 35s)

পেরোল প্রেরণ সংক্রান্ত কিছু সাধারণ সমস্যা ও সমাধান.

Scene 7 (2m 0s)

পেরোল ব্যবস্থাপনা. 6. পেরোল সংশোধন- ক) উপজেলা অফিস থেকে পেরোল প্রেরণ করা হলে তা সদর কার্যালয় থেকে যাচাই বাছাই করে ভুল শনাক্তের মাধ্যমে রিজেক্ট করে ফেরত প্রদান করা হয় যা দেখার জন্য ইউনিয়নওয়ারী ‘উপকারভোগী সেট করুন’ অপশনে ক্লিক করে ‘ Remarks ’ অপশনগুলো লক্ষ্য করুন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিন। খ) পেরোল রিকন্সিলিয়েশন (সমন্বয়) অপশনে ক্লিক করলে “ IBAS++” রিটার্নড এবং অর্থবিভাগ হতে রিটার্নড পেরোলগুলো দেখতে পাবেন যা রিমার্কস অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। গ) সমস্যা অনুযায়ী পেরোল রিকন্সিলিয়েশন অপশনে এপ্রুভ করা হলে পেরোল পুনরায় প্রেরণ হয়ে যাবে এবং ‘ আপডেটেড’ দেখা যাবে।.

Scene 8 (2m 23s)

আইবাস++ হতে ফেরত পেরোলের ত্রুটি র বিশ্লেষণ. 7. ত্রুটি র কোড ত্রুটির বিবরণ সমস্যা র বিবরণ সমাধানের উপায় R03 No Account/Unable to Locate Account উপকারভোগীর সক্রিয় কোন একাউণ্ট নেই /একাউণ্ট স্থগিত (Bangladesh Bank এর ডেফিনিশন অনুযায়ী ১২ মাসের বেশি লেনদেন না হলে একাউণ্ট ইনএকটিভ বিবেচিত হয়) ক) একাউ ণ্ট খোলা হয়েছে কি না নিশ্চিত হতে হবে। খ) কেওয়াইসি প্রবলেম আছে কি না/স্থগিত আছে কিনা/একাউণ্ট এমআইএসে যুক্ত করার পূর্বে সাম্প্রতিক লেনদেন আছে কি না নিশ্চিত হতে হবে। R04 Invalid Account Number একাউ ণ্ট নম্বরের ডিজিট সংখ্যা ১১ ডিজিটের বেশি বা কম বা নম্বরের গঠন ভুল ১১ ডিজিটের সঠিক একাউণ্ট নম্বর আছে কিনা নিশ্চিত হতে হবে।.

Scene 9 (2m 54s)

বাংলাদেশে নিস্ক্রিয় এমএফএস একাউণ্ট সংক্রান্ত তথ্যচিত্র.

Scene 10 (3m 23s)

পেরোল পরবর্তী পেমেন্ট সংক্রান্ত কিছু সাধারণ সমস্যা.

Scene 11 (3m 47s)

পেরোল পরবর্তী পেমেন্ট সংক্রান্ত কিছু সাধারণ সমস্যা.

Scene 12 (4m 8s)

অনলাইন আবেদন ব্যবস্থাপনা. ১১. অনলাইন আবেদন ের পদ্ধতি অনলাইন আবেদন লিংক- http:// mis.bhata.gov.bd/onlineApplication.

Scene 13 (4m 19s)

Online আবেদনকে প্রসেস করে এমআইএসে স্থানান্তর. ১২.

Scene 14 (4m 37s)

Online আবেদনকে প্রসেস করে এমআইএসে স্থানান্তর. 14.

Scene 15 (4m 57s)

ধন্যবাদ. ১ ৪.