Introduction to I nternational A ffairs. আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা আন্তর্জাতিক সম্পর্কের শাখাপ্রশাখা আন্তর্জাতিক সম্পর্কের বিষয়সমূহ.
আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা. International Relations are official contract among the governments of independent states. (বিশ্বের স্বাধীনসমূহের মাঝে বৈধ যোগাযোগই হল আন্তর্জাতিক সম্পর্ক).
আন্তর্জাতিক সম্পর্ক সংজ্ঞা (২). রাষ্ট্রের সীমার মধ্যে আবদ্ধ না থেকে রাজনীতি থেকে শুরু করে কালচার, অর্থনীতি, বাণিজ্য সম্ভাব্য সকল ক্ষেত্রে বিভিন্ন মানবগোষ্ঠীর মাঝে যে ভাবের আদান – প্রদান হয় তার বিজ্ঞানসম্মত এবং পদ্ধতিগত বিশ্লেষণই হল আন্তর্জাতিক সম্পর্ক।.
আন্তর্জাতিক সম্পর্কের শাখাপ্রশাখা. স্মিথ আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বগত আলোচনাকে দুই ভাগে ভাগ করেছেন। (১) গঠনমূলক আলোচনা ( Constitutive Theory) (2) ব্যাখ্যামূলক আলোচনা ( Explanatory Theory ).
আন্তর্জাতিক সম্পর্কের বিষয়সমূহ. আন্তর্জাতিক সম্পর্ক সাধারণত যে যে বিষয়ের উপর নির্ভর করে। ১. রাষ্ট্রের ক্ষমতার উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ। ২. বৃহৎ শক্তি সমূহের অবস্থান ও তাদের বৈদেশিকনীতি। ৩. আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি ও প্রধান শক্তিসমূহ। ৪. জাতীয় স্বার্থ প্রসারের মাধ্যমসমূহ। ৫. আন্তর্জাতিক সংগঠন ও প্রশাসন। ৬. আন্তর্জাতিক আইন।.
সবাইকে ধন্যবাদ. BCS HATERS Class - Notes- Exam SUBSCRIBE.