Introduction to International Affairs

Published on Slideshow
Static slideshow
Download PDF version
Download PDF version
Embed video
Share video
Ask about this video

Scene 1 (0s)

Introduction to I nternational A ffairs. আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা আন্তর্জাতিক সম্পর্কের শাখাপ্রশাখা আন্তর্জাতিক সম্পর্কের বিষয়সমূহ.

Scene 2 (31s)

আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা. International Relations are official contract among the governments of independent states. (বিশ্বের স্বাধীনসমূহের মাঝে বৈধ যোগাযোগই হল আন্তর্জাতিক সম্পর্ক).

Scene 3 (1m 22s)

আন্তর্জাতিক সম্পর্ক সংজ্ঞা (২). রাষ্ট্রের সীমার মধ্যে আবদ্ধ না থেকে রাজনীতি থেকে শুরু করে কালচার, অর্থনীতি, বাণিজ্য সম্ভাব্য সকল ক্ষেত্রে বিভিন্ন মানবগোষ্ঠীর মাঝে যে ভাবের আদান – প্রদান হয় তার বিজ্ঞানসম্মত এবং পদ্ধতিগত বিশ্লেষণই হল আন্তর্জাতিক সম্পর্ক।.

Scene 4 (3m 46s)

আন্তর্জাতিক সম্পর্কের শাখাপ্রশাখা. স্মিথ আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বগত আলোচনাকে দুই ভাগে ভাগ করেছেন। (১) গঠনমূলক আলোচনা ( Constitutive Theory) (2) ব্যাখ্যামূলক আলোচনা ( Explanatory Theory ).

Scene 5 (3m 59s)

আন্তর্জাতিক সম্পর্কের বিষয়সমূহ. আন্তর্জাতিক সম্পর্ক সাধারণত যে যে বিষয়ের উপর নির্ভর করে। ১. রাষ্ট্রের ক্ষমতার উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ। ২. বৃহৎ শক্তি সমূহের অবস্থান ও তাদের বৈদেশিকনীতি। ৩. আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি ও প্রধান শক্তিসমূহ। ৪. জাতীয় স্বার্থ প্রসারের মাধ্যমসমূহ। ৫. আন্তর্জাতিক সংগঠন ও প্রশাসন। ৬. আন্তর্জাতিক আইন।.

Scene 6 (8m 56s)

সবাইকে ধন্যবাদ. BCS HATERS Class - Notes- Exam SUBSCRIBE.