জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ২০২৫. জাতীয় থিম ২০২৫: “আমি কন্যাশিশু - স্বপ্ন গড়ি,সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি ”.
সময়সূচি. সময় কার্যক্রম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি/দল সকাল ৯:০০ – ৯:৩০ উদ্বোধনী অনুষ্ঠান ও স্বাগত বক্তব্য এলসিসি চেয়ারম্যান/পিডিএ সমন্বয়কারী সকাল ৯:৩০ – ১০:০০ দিবসের থিম উপস্থাপন প্রকল্প ব্যবস্থাপক সকাল ১০:০০ – ১০:৩০ জাতীয় কন্যাশিশু দিবসের গুরুত্ব ও উদ্দেশ্য সংক্ষিপ্ত আলোচনা: কন্যাশিশুর অধিকার শিশু প্রতিনিধি বক্তব্য শিশু সুরক্ষা কর্মকর্তা, শিশু ও কিশোর প্রতিনিধি সকাল ১০:৩০ – ১০:৫০ নাস্তা সকাল ১০:৫০ – ১১:৫০ চিত্রাঙ্কন প্রতিযোগিতা (বয়সভিত্তিক বিভাগ) থিম: “আমার স্বপ্নের বাংলাদেশ” (শিশুবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর নিরাপত্তা) যুব নেতৃত্ব ও শিশু সুরক্ষা কর্মকর্তা ১১:৫০ – দুপুর ১২:৫০ সাংস্কৃতিক অনুষ্ঠান •নাটক/নৃত্য/গান/পাঠাভিনয় প্রকল্প অংশগ্রহণকারী শিশু-কিশোররা দুপুর ১২:৫০ – ১:১০ অনুপ্রেরণামূলক গল্প/অভিজ্ঞতা শেয়ারিং এলডিসি প্রতিনিধি/প্রকল্প অংশগ্রহণকারী দুপুর ১:১০ – ১:৪০ মধ্যাহ্নভোজ দুপুর ১:৪০ – ২:০০ পুরস্কার বিতরণী (অংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনার সেরা অংশগ্রহণকারীদের) এলসিসি চেয়ারম্যান/পিডিএ সমন্বয়কারী/প্রকল্প ব্যবস্থাপক দুপুর ২:০০ – ২:১০ অতিথির বক্তব্য শিশু বিবাহ প্রতিরোধ কমিটির প্রতিনিধি (ইউনিয়ন/উপজেলা/জেলা স্তর) দুপুর ২:১০ – ২:৩০ সমাপনী অনুষ্ঠান ও ধন্যবাদ জ্ঞাপন প্রকল্প ব্যবস্থাপক.
কন্যাশিশুদের মধ্যে আত্মবিশ্বাস, নেতৃত্ব ও ক্ষমতায়ন বৃদ্ধি। শিশু অধিকার, সুরক্ষা ও লিঙ্গ সমতার প্রতি সচেতনতা বৃদ্ধি। সম্প্রদায় ও পরিবারের মধ্যে কন্যাশিশু সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি। কন্যাশিশুদের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা উদ্দীপিত করা। শিশু বিবাহ, বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি। প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা।.
https://youtu.be/ITi4RGTNE3E. বাল্য বিবাহ । Ballo Bibaho.
ধন্যবাদ.